ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পিএসসি’র সদস্য হিসেবে শরিফ এনামুলের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১২

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিলেন শরিফ এনামুল কবির।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান।



শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ও অন্যান্য সদস্য এবং কমিশন সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি রাষ্ট্রপতি শরিফ এনামুল কবিরকে পিএসসি’র সদস্য হিসেবে নিয়োগ দেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরিফ এনামুল কবিরকে সরানোর দাবিতে দীর্ঘদিন ক্যাম্পাস ছিল আন্দোলনে-আন্দোলনে উত্তপ্ত। পরে তাকে উপাচার্যের পদ থেকে সরিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরে শরিফ এনামুল নিয়োগ পান পিএসসিতে।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এমআইএইচ/ জেডএম; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর[email protected]

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।