ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে সংস্কৃতি কর্মীদের মারধর: সিন্ডিকেট সভার সিদ্ধান্তে রিভিউ কমিটি

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
জাবিতে সংস্কৃতি কর্মীদের মারধর: সিন্ডিকেট সভার সিদ্ধান্তে রিভিউ কমিটি

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের নেতাকর্মী কর্তৃক ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’-এর নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে রিভিউ কমিটি করা হয়েছে।

শনিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সিন্ডিকেট সভায় সংস্কৃতি কর্মীদের মারধরের ঘটনার তদন্ত প্রতিবেদনটি উত্থাপিত হলে সিন্ডিকেট সদস্যরা তদন্ত প্রতিবেদনটি আবার মূল্যায়নের জন্য বলেন।

পরে সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেনকে প্রধান করে রিভিউ কমিটি করা হয়।

একমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা ও আল-বেরুণী হলের প্রাধ্যক্ষ ড. মো. আনোয়ার খসরু পারভেজ।

এর আগে ৬ আগস্ট সংস্কৃতি কর্মীদের মারধরের ঘটনায় তদন্ত প্রতিবেদনের স্বচ্ছতা সংক্রান্ত ‘জাবিতে সংস্কৃতি কর্মীদের ওপর হামলা: ৩ মাসেও বিচার হয়নি’ এ শিরোনামে একটি প্রতিবেদন বাংলানিউজে প্রকাশিত হয়।


বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।