খুলনা: সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী৷
নগরীর ব্যস্ততম শিববাড়ি মোড় এলাকায় শনিবার ( ৬ জুলাই) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া অবরোধ কর্মসূচি চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত ।
এতে সড়কের চার পাশে তীব্র যানজট তৈরি হয়।
অবরোধও বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন দেখা যায় ।
এ সময় তারা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘মেধাবীদের কান্না, আর না, আর না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
এমআরএম/জেএইচ