ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ববি উপাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
পুলিশের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ববি উপাচার্য

বরিশাল: পুলিশের হামলায় আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে পর তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে যান।

এ সময় তিনি আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের চিকিৎসার সব খরচ বহন করার ঘোষণা দেন।

এছাড়াও বিভাগগুলোর ছাত্র উপদেষ্টা ও শিক্ষকদের আহত শিক্ষার্থীদের পাশে থেকে চিকিৎসার সব ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।

উপাচার্য সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জনসংযোগ অফিসের সেকশন অফিসার মো. জুয়েল মৃধা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের হামলা-পাল্টা হামলার ঘটনায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৬৬ জন আহত হয়ে ভর্তি হয়েছেন। আহতদের মধ্যে ৮ জন পুলিশ ও বাকি সবাই শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৮, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।