ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের মহাসমাবেশ ৩০ সেপ্টেম্বর

স্টাফ করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১২

ঢাকা: সরকারি-বেসরকারি শিক্ষকদের বৈষম্য দূরীকরণসহ ১৭ দফা দাবি ২৫ সেপ্টেম্বরের মধ্যে মেনে না নিলে ৩০ সেপ্টেম্বর মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ।  

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।


এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক আতিয়ার রহমান।

শিক্ষক-কর্মচারীর ১৭ দফা দাবিগুলোর মধ্যে- শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন, বাড়িভাড়া ও মেডিকেল ভাতা বৃদ্ধি, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা ইত্যাদি।
 
লিখিত বক্তব্যে বলা হয়, ২৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

কঠোর কর্মসূচি কি হতে পারে জানতে চাইলে কারিগরি শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম সাজু বলেন, আমরা তো জ্বালাও -পোড়াও আন্দোলন করতে পারবো না। আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করবো। আশা করি সরকার আমাদের দাবিগুলো মেনে নিয়ে আমাদের বাঁচার অধিকার করে দিবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, কর্মচারী নেতা ফখরুদ্দিন জিগার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২
এমআইএইচ/এআর/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।