জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ আগস্ট অনলাইন ক্লাস শুরু হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, আগামী ১৮ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলবে। অনলাইন ক্লাস শুরুর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করে সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ছাত্র উপদেষ্টা ও অন্যান্য শিক্ষকরা আলোচনায় বসবে।
নাম প্রকাশে অনিচ্ছুক জবির এক সিন্ডিকেট সদস্য বলেন, আমরা ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছি। তাই প্রাথমিকভাবে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হযেছে। পরে ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করে সবকিছু সিদ্ধান্ত নেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলে ক্যাম্পাসে এমনিই ছাত্র রাজনীতি থাকবে না বলে আমার মনে হয়। তবে রাজনীতি নিষিদ্ধ হলে সেটা নতুন সরকার সিদ্ধান্ত নেবে।
এদিকে জবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, বুধবার (৭ আগস্ট) রাতেই কিছু শিক্ষার্থী হলে প্রবেশ করেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে অফিসিয়ালি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল খুলে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
আরবি