ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ববিতে সব রাজনৈতিক-পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
ববিতে সব রাজনৈতিক-পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. ফয়সল মাহমুদ প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে- বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভার সিদ্ধান্ত অনুসারে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে ১১ আগস্ট থেকে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ বা ছায়া সংগঠন, লেজুরবৃত্তিক প্যানেল, পরিষদ, সমিতির সাথে জড়িত থাকতে পারবেন না। অর্থাৎ সকল প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।