ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১২
‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’

নীলফামারী: বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। প্রয়োজনে আমরা আমরণ অনশন করে দাবি আদায় করবোই।



শনিবার বিকেলে নীলফামারী নতুন দ্বিমুখি উচ্চ বিদ্যালয় চত্বরে জেলা শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের জেলা আহ্বায়ক মোহাম্মদ মফিজউল হকের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য অজিত কুমার সরকার, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা দেলোয়ার হোসেন, ঐক্যপরিষদের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা,  সমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক সুভাষ চন্দ্র রায়, যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন, মাহফুজুল হক, রুহুল আমিন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।