ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে সহিংসতা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
বিশ্ববিদ্যালয়ে সহিংসতা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর

ঢাকা: দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যেনো সহিংস পরিস্থিতি সৃষ্টি না হয় এবং শিক্ষার পরিবেশ স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সম্প্রতি দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠায় এবং ছাত্র সংগঠনগুলোর সহিংসতার পর দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের এ নির্দেশ দেওয়া হল।



বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ নির্দেশনার কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোকে আইন ও নীতি অনুসরণ করে বিশ্ববিদ্যালয় পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। ছাত্রদের দায়িত্বশীল করে গড়ে তোলার বিষয়ে ভিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। ”

ছাত্রদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “জনগণের টাকায় ছাত্ররা লেখাপড়া করে। যারা এই টাকার যোগান দিচ্ছে তাদের অনেকের সন্তানই লেখা-পড়া করতে পারছে না। এটি তাদের মনে রাখতে হবে। ”

ছাত্র সংগঠনগুলোর কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এ বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, “বুয়েট সমস্যার সমাধান হয়েছে। অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে বড় কোন সমস্যা নেই। ”

তবে নানা কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে সমস্যা হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

অতীতের ধারা থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে শিক্ষমন্ত্রী বলেন, “ভিসিদের সঙ্গে বৈঠকে কথা হয়েছে। আর যেন কোন ঘটনা না ঘটে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ”

ছাত্র সংগঠছনগুলোর সহিংস ঘটনার বিষয়ে শিক্ষামন্ত্রণালয় মনিটর করবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ছাত্রদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে উল্লেখ করে বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন ও প্রয়োজনীয় গবেষণার জন্য বরাদ্দ কম। শিক্ষা উন্নয়নে তবু এবছর ১৮৯ কোটি টাকা দিয়েছি। ”

শিক্ষামন্ত্রী গরিব দেশ প্রয়োজনীয় বরাদ্দ দিতে পারে না বলে উল্লেখ করেন।
 
সব বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই চালু প্রসঙ্গে
শিক্ষামন্ত্রী বলেন, “আধুনিক শিক্ষায় ছাত্রদের দক্ষ করে তুলতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বিনা মূল্যে ওয়াইফাই সর্ভিস চালু করা হবে। কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে এ ব্যবস্থা সীমিত আকারে থাকলেও সব বিশ্ববিদ্যালয়কে শিগগিরই এর আওতায় আনা হবে। ”

সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক একে আজাদ ও শিক্ষাসচিবসহ দেশের ৩৩ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ভিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

এদিকে সমস্যার কারণে একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি বা তার প্রতিনিধি উপস্থিত হতে পারেন নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ২০১২
এসএমএ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।