ফরিদপুর: দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ক্যাম্পাস ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয় নিয়ে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে একটি সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই কলেজটির ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের তীব্র নিন্দা জানান।
এরই পরিপ্রেক্ষিতে শনিবার (৩১ আগস্ট) কলেজটির অধ্যক্ষ প্রফেসর রমা সাহা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এর সুস্পষ্ট ব্যাখ্যা দেন।
তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ‘সম্প্রতি ‘সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে’ মর্মে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটি কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বিগত স্বৈরাচারী সরকারের পতন পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি গত ১১ আগস্ট কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচিত হয়। আলোচনায় একাডেমিক কাউন্সিলের সম্মানিত সদস্যরা ছাত্র রাজনীতি স্থায়ীভাবে বন্ধের বিষয়টি কলেজ কর্তৃপক্ষের এক্তিয়ারভুক্ত নয় বলে মতামত প্রকাশ করেন। ’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘তবে একাডেমিক কাউন্সিলের সদস্যরা পরিস্থিতি বিবেচনায় কলেজ ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা নিশ্চিতকরণের স্বার্থে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনার্থে কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি সাময়িক সময়ের জন্য স্থগিতের পক্ষে মতামত দেন এবং এই মতামত একাডেমিক কাউন্সিলের কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয়। ’
এর আগে শুক্রবার (৩০ আগস্ট) ‘রাজনীতিমুক্ত হলো সরকারি রাজেন্দ্র কলেজের ক্যাম্পাস’ এ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে বাংলানিউজ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২৪
এসআরএস