ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

CIMA’ র আয়োজনে এইচএসসি উত্তীর্ণদের জন্য ‘ওপেন ডে’ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২

ঢাকা: ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টসদের বৈশ্বিক সর্ববৃহৎ সংগঠন CIMA -র আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয় ‘ওপেন ডে’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়িক অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান বক্তা ছিলেন CIMA -র মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ব্র্যাডলি এমারসন।

সহ-আয়োজক প্রতিষ্ঠান ছিলো এলসিবিএস, ঢাকা।  

সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে এরকম ছাত্রছাত্রীদের কাছে একটি গ্লোবাল কোয়ালিফিকেশন বা আন্তর্জাতিক শিক্ষাগত যোগ্যতা হিসেবে CIMA -র গুরুত্ব তুলে ধরাই ছিল অনুষ্ঠানটি আয়োজনের মূল লক্ষ্য। উচ্চ মাধ্যমিক পাশ করার পরপরই এই ছাত্রছাত্রীরা CIMA ডিগ্রিতে ভর্তি হতে পারেন। কেননা এই বিশ্বায়নের যুগে বিশ্বব্যাপী চাকরিদাতা প্রতিষ্ঠানসমূহ এমন ব্যক্তিকে নিয়োগ দিয়ে থাকেন যারা যেকোন দেশভেদে স্থানে, যেকোন দায়িত্ব পালনে দক্ষ। CIMA ডিগ্রি একজন ব্যক্তিকে এই দক্ষতা দিয়ে থাকে, ফলে খুব অল্প সময়েই ঐ ব্যক্তি তার ক্যারিয়ারে দ্রুত এগিয়ে যায়।

‘ওপেন ডে’ -তে প্রায় ২০০ জনের মত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন CIMA বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার যারিফ তামান্না মতিন, শ্রীলংকার কান্ট্রি ম্যানেজার র‌্যাডলি স্টেফান, পাকিস্তানের কান্ট্রি ম্যানেজার জাভারিয়া হাসান এবং এলসিবিএস এর ম্যানেজমেন্টের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, এলসিবিএস CIMA বাংলাদেশের একমাত্র কোয়ালিটি লার্নিং পার্টনার। উল্লিখিত বিষয়ে বিস্তারিত জানতে www.cimaglobal.com- এ ভিজিট করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
পিআর/সিরাজুল ইসলাম/ এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।