ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে মিছিল করে গণতান্ত্রিক অধিকার কমিটি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়।
এ সময় মিছিলে অধিকার কমিটির সদস্য সলিমুল্লাহ খান, জোতির্ময় বড়ুয়া, সামিনা লুৎফা ও মাহা মির্জা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষাবিদ আনু মুহাম্মদের সভাপতিত্বে একটি আলোচনা সভা করে গণতান্ত্রিক অধিকার কমিটি।
মিছিল শেষে অধিকার কমিটির সদস্য ছায়দুল হক নিশান বলেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার আলাপ অগণতান্ত্রিক। গত ১৫ বছর বাম প্রগতিশীল সংগঠনগুলো কথা বলার অধিকারের জন্য লড়াই করেছে। তারই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে সব সংগঠন অংশ নিয়েছে। কিন্তু যে বিচারহীনতার সংস্কৃতি ও বিরাজনীতিকরণের চেষ্টা, তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি। এ প্রক্রিয়ায় রাষ্ট্রের অপশক্তিগুলো শক্তিশালী হবে।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
আরবি