ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবি উপাচার্যকে ফুল দিয়ে বরণ না করার অনুরোধ 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
শাবিপ্রবি উপাচার্যকে ফুল দিয়ে বরণ না করার অনুরোধ 

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী রোববার (২২ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলে যোগদান করবেন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ না করার অনুরোধ জানানো হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্টার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।  

এতে বলা হয়, আগামীকাল রোববার বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য  ক্যাম্পাসে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎকালে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ফুল, ফুলের তোড়া এবং এ জাতীয় কোনো কিছু না নিয়ে আসার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ধারা ১১ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীকে গত ১৮ সেপ্টেম্বর শাবিপ্রবির ১৩তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।