শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন ছাত্র ও নির্দেশনা পরিচালক, প্রক্টর ও ছয়টি আবাসিক হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
পৃথক অফিস আদেশ থেকে জানা যায়, নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. এছাক মিয়া, প্রক্টর হিসেবে নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে ছেলেদের তিনটি আবাসিক হলের মধ্যে শাহ পরাণ হলের প্রভোস্ট হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়াও মেয়েদের তিনটি আবাসিক হলের মধ্যে প্রথম ছাত্রী হলের প্রভোস্ট হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. দিলারা রহমান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাবিহা আফরিন এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. সালমা আখতারসহ সকল প্রভোস্টকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন তারা। এ আদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমজে