ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিদেশগামী শিক্ষার্থীদের সনদ যাচাই-সত্যায়ন অনলাইনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
বিদেশগামী শিক্ষার্থীদের সনদ যাচাই-সত্যায়ন অনলাইনে

ঢাকা: আগামী ১ অক্টোবর থেকে বিদেশগামী শিক্ষার্থীদের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও সত্যায়ন অনলাইনে করা হবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিদেশগামী শিক্ষার্থীদের সনদপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র যাচাই এবং সত্যায়ন আগামী ১ অক্টোবর থেকে অনলাইনের মাধ্যমে সম্পাদন করা হবে।

এজন্য www.dhakaeducationboard.gov.bd বা www.mygov.bd তে প্রবেশ করে অথবা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Online Application মডিউলে প্রবেশ করে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনকারীকে একটি লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ