ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৪০০০ কোটি টাকায় মাধ্যমিক শিক্ষা উন্নয়ন করবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২

ঢাকা: দেশে শিক্ষকদের গুনগত মান উন্নয়নে আগামী ৩০ অক্টোবর থেকে ৬৪৬ কোটি টাকা ব্যয়ে টিচার্স কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (টিকিউআই) প্রকল্পের ২য় পর্যায় চালু করবে সরকার। এছাড়া ২০১৪ সালের জানুয়ারিতে ৪০০০ কোটি টাকা (৫০০ মিলিয়ন মার্কিন ডলার) খরচে মাধ্যমিক শিক্ষা উন্নয়নে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) ২য় পর্যায় চালু হবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ৮ সদস্য বিশিষ্ট প্রজেক্ট কনসাল্টেশন মিশনের এক সভায় এ সিদ্ধান্ত  নেওয়া হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মো: সিরাজুল হক, এসইকিউএইপি প্রকল্প পরিচালক মো: শহীদ বখতিয়ার আলম, ৩০৬ মডেল স্কুল প্রকল্প পরিচালক কে এম রফিকুল ইসলাম, এসইএসপি প্রকল্প পরিচালক মো: আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এডিবি প্রজেক্ট কনসাল্টেশন মিশনের মি. ডেভিড লিথে, মি. ডেভিড এবেট, রুডি ভ্যান ল্যয়েল, এইসটুক টাজিমা, আইয়াকো ইনাগাপি প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিচার্স কোয়ালিটি ইমপ্রুভমেন্ট (টিকিউআই) ১ম পর্যায় লাদেশে একটি সফল প্রকল্পে উদাহরণ। এর ২য় পর্যায় শুরু করার বিষয়টি গত ৪ সেপ্টেম্বর একনেক সভায় পাস হয়েছে। এডিবি মিশন প্রকল্পটির ২য় পর্যায় চালুর লক্ষ্যে আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রশাসনিক আদেশ, লোন চুক্তি স্বাক্ষর, প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট স্থাপন, প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন, প্রকল্প পরিচালক নিয়োগসহ আনুষাঙ্গিক কাজ সমাপনের ওপর গুরুত্বারোপ করে। তাছাড়া শীঘ্রই এর আন্তর্জাতিক টিম লিডার ও জাতীয় ডেপুটি টিম লিডার নিয়োগ, ব্যানবেইসের সাথে এমওইউ স্বাক্ষর, ক্রয় পরিকল্পনা ইত্যাদিও প্রণয়ন করতে হবে।

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্র্রোজেক্ট (এসইএসডিপি) ২য় পর্যায় চালুর লক্ষ্যে অক্টোবর ২০১২ থেকে আগস্ট ২০১৩ পর্যন্ত ৬ কোটি ৩৫ লাখ টাকার একটি প্রজেক্ট প্রিপেয়ারেটরি টেকনিক্যাল এসিস্ট্যান্স প্রণয়ন করা হবে। এটি ১৬ সেপ্টেম্বরের সভায় পাস হয়েছে। এ প্রকল্প মূল প্রকল্পের ১০-১২ বছরব্যাপী বাস্তবায়ন কৌশল প্রণয়ন করবে। বর্তমান এসইএসডিপি ২০১৩ সালের ডিসেম্বরে শেষ হবে।

স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট পরিচালনায় শিক্ষা মন্ত্রণালয় হবে মূল উদ্যোগী মন্ত্রণালয়। তবে কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাও এর সাথে যুক্ত থাকবে। এ মূল প্রকল্প প্রণয়নের জন্য একটি কারিগরি সহায়তা প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে সরকারের সাথে আলোচনা করে মূল প্রকল্পের নকশা ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা হবে।  

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১২
এসএমএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।