ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ

আশরাফুল আলম, বাকৃবি সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হতে যাচ্ছে। কোন বিশ্ববিদ্যালয়ে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট ঘেটে তালিকাটি তৈরি করেছেন বাংলানিউজের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সংবাদদাতা।



ইউনিটভিত্তিক তারিখগুলো নিচে উল্লেখ করা হলো-

কৃষি বিশ্ববিদ্যালয়

১০ নভেম্বর    বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট
২৫ নভেম্বর    শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট
২৫ নভেম্বর    সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট
১৬ নভেম্বর    বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির সব ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়

১২ অক্টোবর    ক ইউনিট
১৯ অক্টোবর    খ ইউনিট
২৩ নভেম্বর     গ ইউনিট
 ৯  নভেম্বর     ঘ ইউনিট
১৬ নভেম্বর     চ ইউনিট


জগন্নাথ বিশ্ববিদ্যালয়

১২ অক্টোবর    ক ইউনিট
১৯ অক্টোবর    খ ইউনিট
২৩ নভেম্বর    গ ইউনিট
 ৯ নভেম্বর    ঘ ইউনিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৩ নভেম্বর    এ ইউনিট, এফ ইউনিট
১৪ নভেম্বর    বি-১ ইউনিট, আই ইউনিট
১৭ নভেম্বর    বি-২ ইউনিট, বি-৩ ইউনিট, বি-৪ ইউনিট, বি-৫ ইউনিট, বি-৬ ইউনিট বি-৭ ইউনিট,  বি-৮ ইউনিট।

১১ নভেম্বর     সি-১ ইউনিট, সি-২ ইউনিট, সি-৩ ইউনিট, ডি-২ ইউনিট, ডি-৩ ইউনিট
১৮ নভেম্বর    ডি-১ ইউনিট
১৫ নভেম্বর    ই ইউনিট
১২ নভেম্বর    জি ইউনিট, এইচ-১ ইউনিট, এইচ-২ ইউনিট, এইচ-৩ ইউনিট

রাজশাহী বিশ্ববিদ্যালয়

৪ অক্টোবর    এ-১, এ-২, এ-৩ এবং এ-৪ ইউনিট
৭ অক্টোবর    এ-৫ ইউনিট, এ-৬ ইউনিট, এ-৭ ইউনিট এবং বি ইউনিট
৮ অক্টোবর    সি-১ ইউনিট, সি-২ ইউনিট, এইচ ইউনিট
৯ অক্টোবর    ডি ইউনিট, ই ইউনিট, এফ-১ ইউনিট, এফ-২ ইউনিট, জি ইউনিট

খুলনা বিশ্ববিদ্যালয়

১০ অক্টোবর    স্কুল অব ফাইন আর্টস, স্কুল অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
১১ অক্টোবর    স্কুল অব লাইফ সায়েন্স, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
১২ অক্টোবর    স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানেটিস, স্কুল অব সোস্যাল সায়েন্স

বরিশাল বিশ্ববিদ্যালয়

২ নভেম্বর    ক ও খ ইউনিট
৩ নভেম্বর    গ ও ঘ ইউনিট

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

৭ নভেম্বর    এ, বি ও ই ইউনিট
৮ নভেম্বর    সি, ডি ও এফ ইউনিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৫ নভেম্বর     এ ও বি ইউনিট
১৬ নভেম্বর     সি ও ডি ইউনিট

ইসলামী বিশ্ববিদ্যালয়

১৭ নভেম্বর এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ই ইউনিট, এফ ইউনিট, জি ইউনিট, এইচ ইউনিট

প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৯ নভেম্বর     খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং
১০ নভেম্বর     চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক গ্রুপ ও খ গ্রুপ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২১ নভেম্বর     মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট
২৯ নভেম্বর     বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট
৩০ নভেম্বর     বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, ই ইউনিট, এফ ইউনিট
২৪ নভেম্বর     শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, বি ইউনিট, বি-১ ইউনিট
০১ ডিসেম্বর    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েন এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।