ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১২
নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অবস্থান ধর্মঘট

ঢাকা: এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

মঙ্গলার সকাল সাড়ে ১০টা থেকে অবস্থান ধর্মঘটে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষক কর্মচারীরা।

 
শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এশারত আলী বলেন, “এমপিওভুক্তির দাবিতে এর আগে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের সঙ্গে ৫ দফা বৈঠক অনুষ্ঠিত হলেও তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমাদের জানাননি। ”

তিনি বলেন, “সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বরের বৈঠকে এমপিওভুক্তির বিষয়ে শিক্ষা সচিবের সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও তিনি জানাননি। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষক কর্মচারীরা আজ অবস্থান ধর্মঘট পালন করছেন। ”

শিক্ষক কর্মচারীরা চলতি অর্থবছরে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, স্বীকৃতির সময়কাল থেকে চাকরির বয়সকাল গণনা এবং স্বীকৃতপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়া পর্যন্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠান অনুমোদন না দেওয়ার দাবি জানান।

দেশের বিভিন্ন স্থান থেকে আসা সহস্রাধিক শিক্ষক কর্মচারী এতে অংশ নিচ্ছেন। তাদের এ অবস্থান ধর্মঘটের কারণে  প্রেস ক্লাবের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।