ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ৮২ শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১২
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ৮২ শিক্ষার্থী

ঢাকা: মেধাবী শিক্ষার্থীদের ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১০’ প্রদান করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক পর্যায়ে অনুষদে সর্বোচ্চ নম্বর বা গ্রেড অর্জনের স্বীকৃতি স্বরূপ ৮২ জন মেধাবীকে এ পদক দেওয়া হবে।



বুধবার সকাল সাড়ে ৯টায় প্রধামন্ত্রীর কার্যালয়ে (শাপলা) অনুষ্ঠিত হবে এ স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক  প্রদান করবেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার দিনগত রাতে ইউজিসির উপসচিব শামসুল আরেফিন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

অনুষদে সর্বোচ্চ নম্বর বা গ্রেড অর্জনের স্বীকৃতি স্বরূপ যারা প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ জন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ জন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ জন।

এছাড়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৪ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ জন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫ জন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ জন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ জন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ জন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২ জন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ জনসহ মোট ৮২ জন মেধাবী শিক্ষার্থী।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১২
এমএন/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।