ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ট্রেজারের যোগদান বাধাগ্রস্থ হওয়ার মাঝেই প্রক্টর তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল ব্যক্তিগত কারন দেখিয়ে একটি পদত্যাগ পত্র বুধবার কর্মদিবসের প্রথমার্ধে জমা দিয়েছেন। তবে উপাচার্য ঢাকায় থাকায় এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

যদিও নিজ থেকে পদত্যাগের আবেদন দিলে এক্ষেত্রে তেমন কিছুই করার থাকে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক  ড. রাহাত হোসাইন ফয়সালকে একাধিক বার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে তার পদত্যাগপত্রে তিনি সম্প্রতি সময়ে তার পায়ের আঙ্গুলে একটি অস্ত্রপচার করার বিষয়টি উল্লেখ করেছেন।

যদিও ক্যাম্পাস সূত্রে জানাগেছে, ইচ্ছের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে ছিলেন বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।