ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৮৮ পরীক্ষার্থী

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১২
জাবিতে প্রতি আসনের বিপরীতে লড়বে ৮৮ পরীক্ষার্থী

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৮৮জন পরীক্ষার্থী। ৩ অক্টোবর আবেদনের শেষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও দুইটি ইনস্টিটিউটে মোট আবেদনপত্র জমা পড়েছে ২লাখ ২০হাজার ৯শ ২২টি।



ভর্তি পরীক্ষায় ইউনিটগুলোর মধ্যে সর্বাধিক ৭৮ হাজার ৭৬২টি আবেদন জমা পড়েছে কলা ও মানবিকী অনুষদে। এছাড়া ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ৩১ হাজার ২৩৯ টি, ‘বি’ ইউনিটে (সমাজ বিজ্ঞান অনুষদ) ২০ হাজার ৪৯১ টি, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩৭ হাজার ১৫০ টি, ‘ই’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ২২ হাজার ৯৮৯ টি, ‘এইচ’ ইউনিটে (ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ১০ হাজার ৯২৮টি, ‘জি’ ইউনিটে (ইন্সটিটিউট অব বিজসেনস অ্যাডমিন্সিট্রেশন {আইবিএ-জেইউ}) ৬ হাজার ৯৪৭টি এবং ‘এফ’ ইউনিটে (আইন অনুষদে) ১২ হাজার ৪১৬টি আবেদন পত্র জমা পড়েছে।

ভর্তি পরীক্ষা শুরু হবে ১৩ অক্টোবর গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষার মধ্যে দিয়ে। এরপর ১৪ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ, ১৫ অক্টোবর ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি(আই আই টি) ও ‘সমাজবিজ্ঞান অনুষদ, ১৬ অক্টোবর আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ১৭ অক্টোবর আইবিএ-জেইউ এবং কলা ও মানবিকী অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক  এবং বাংলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

১৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদের সাংবাদিকতা ও গনমাধ্যম অধ্যায়ন, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ। ২০ অক্টোবর একই অনুষদের রয়েছে ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা।

বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার(টিচিং) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে সর্ম্পূণ করতে যাবতীয় প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
ওয়ালিউল্লাহ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।