ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি-আইসিএমএবি সমঝোতা স্মারক সই

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এবং দ্য ইনস্টিটিউট অব কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) মধ্যে শিক্ষা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক সমঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং আইসিএমএবি’র সচিব মো. জসিম উদ্দিন আকন্দ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।



এ সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিবিএ প্রোগ্রামের যেসব ছাত্র-ছাত্রী সিজিপিএ ৩.৩ পেয়ে উত্তীর্ণ হবেন, তারা আইসিএমএবি-এর মোট পাঠ্য পেপারের মধ্যে ৬টি পেপারের পাঠ মওকুফ পাবেন।

এছাড়া, যারা একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিবিএ এবং এমবিএ উভয় পরীক্ষায় সিজিপিএ ৩.৩ পেয়ে উত্তীর্ণ হবেন, তারা আইসিএমএবি-এর মোট পাঠ্য পেপারের মধ্যে ৮টি পেপারের পাঠ মওকুফ পাবে।

বিজনেস স্টাডিজ অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং প্রোউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও আইসিএমএবি’র সভাপতি অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মাহমুদা আক্তার ও সহযোগী অধ্যাপক মিসেস তানজিনা হক।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই চুক্তি স্বাক্ষরের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই চুক্তির ফলে উভয় পক্ষই উপকৃত হবে এবং ছাত্র-ছাত্রীরা অধিকতর পেশাগত দক্ষতা অর্জন করতে পারবে। ”

 তিনি হিসাববিজ্ঞান শিক্ষার পাশাপাশি হিসাববিজ্ঞানের দর্শনকেও এগিয়ে নেওয়ার আহ্বান জানান। মানব সভ্যতার উন্নয়নে কাজ করার জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
এমএইচ/এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।