ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ফলাফল জানার পদ্ধতি

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
জাবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস ও ফলাফল জানার পদ্ধতি

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আসনবিন্যাস (সিটপ্ল্যান) জানার জন্য মোবাইল ফোনের এসএমএস টাইপ করুন: JU <Space> S <Space> Unit Code <Space> Roll এবং পাঠিয়ে দিন ৯৯৩৪ নম্বরে।

ভর্তি পরীক্ষার ফলাফল জানার জন্য মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন: JU <Space> R <Space> Unit Code <Space> Roll এবং পাঠিয়ে দিন ৯৯৩৪ নম্বরে।



বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পরে মোবাইল ফোনে তা পাওয়া যাবে বলে জনসংযোগ অফিস থেকে জানানো হয়েছে।

ভর্তি পরিক্ষা শুরুতেই ১৩ অক্টোবর নেওয়া হবে গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা। এরপর ১৪ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ, ১৫ অক্টোবর আইআইটি ও সমাজবিজ্ঞান অনুষদ, ১৬ অক্টোবর আইন ও ব্যবসায় শিক্ষা অনুষদ, ১৭ অক্টোবর আইবিএ-জেইউ এবং কলা ও মানবিক অনুষদের আন্তর্জাতিক সম্পর্ক  এবং বাংলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আর কলা ও মানবিক অনুষদের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন, দর্শন, নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ অক্টোবর। ২০ অক্টোবর একই অনুষদের ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১২
এমজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।