ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তিচ্ছুদের স্বাগত জানাল ছাত্রদল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২
ঢাবিতে ভর্তিচ্ছুদের স্বাগত জানাল ছাত্রদল

জাতীয়: প্রশাসনের নিষেধাজ্ঞা আর পুলিশি বাঁধা উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছ‍া জানিয়েছে ছাত্রদল।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা শুক্রবার সকাল ১০ টার দিকে শাহবাগ ও দোয়েল চত্বরে জড়ো হতে থাকে।

বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বের হয়ে আসলে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে যায় ছাত্রদল নেতাকর্মীরা। এসময় পুলিশ বাঁধা দিলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ছাত্রদল কর্মীরা স্লোগান দিতে থাকে। পরবর্তীতে পুলিশ শান্তিপূর্ণ অবস্থ‍ান নিলে ছাত্রদল কর্মীরা ভর্তিচ্ছু ছাত্রদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।

এসময় নেতৃত্ব দেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। অন্যান্যের মধ্যে সহ সভাপতি সাইফুল আলম নিরব, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দীন ভুঁইয়া, যুগ্ম সম্পাদক শাহ নাসির উদ্দীন রুম্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসান হিরু বাংলানিউজকে বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে নবীনদের বরণ করতে গিয়েছিলাম কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের বাঁধা দিয়েছে। বাঁধার পরও আমরা ছাত্রদের ফুল দিয়ে শুভেচ্ছ‍া জানিয়েছি। ”

 তিনি নবীন শিক্ষার্থীদের জিয়াউর রহমানের আদর্শে জীবন গড়ার আহবান জনানা।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রশাসন সব ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ করে। ছাত্রলীগসহ অন্য কোনো সংগঠন মিছিল বের করেনি। তবে ছাত্রলীগ ভর্তিচ্ছুদের মধ্যে শুভেচ্ছা কার্ড বিতরণ করে ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নবীনদের শুভেচ্ছা জানিয়ে ব্যানার দেয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১২
এমএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর; এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।