ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চায়না এডুকেশন সামিটে ৩০ শতাংশ স্কলারশিপের সুযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১২
চায়না এডুকেশন সামিটে ৩০ শতাংশ স্কলারশিপের সুযোগ

ঢাকা:চায়না এডুকেশন সামিটে চীনে পড়াশুনা করতে আগ্রহী শিক্ষার্থীদের ৩০ শতাংশ স্কলারশিপের সুযোগ দেওয়া হবে। আগ্রহীরা মাসব্যাপী এ স্কলারশিপের সুযোগ পাবেন।



গত শুক্রবার রজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত চায়না বাংলাদেশ এডুকেশন সামিট-২০১২ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান সি নেস্ট ইমিগ্রেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার ই-আহমেদ বলেন, “বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে এ সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরই মধ্যে প্রায় দুইশ’ শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষার জন্য স্পট অ্যাডমিশনের আবেদন জমা দিয়েছে। এ সময়ের মধ্যে যারা চায়নাতে উচ্চ শিক্ষার জন্য যাবেন তাদের ৩০ শতাংশ স্কলারশিপ দেওয়া হবে। ”
 
সামিটে চীনের ওয়েইফাং বিশ্ববিদ্যালয়ের ভাইস ডীন মিস আইলিন, চায়না এডুকেশনের পরিচালক ডা. ময়ূখ চৌধুরী, প্রধান নির্বাহী ডা. জামিনুর রহমান ও সি নেস্ট ইমিগ্রেশন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপিকা মনোয়ারা খানম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, আক্টোবর ২০, ২০১২
এসএনএইচ/ জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।