ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটে শান্তিপূর্ণ ভর্তি পরীক্ষা

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১২

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


 
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, খানাবাড়ি গার্লস হাই স্কুল, টিচার্স ট্রেনিং কলেজ, এইচএসটিটিআই, ল্যাবরেটরি হাই স্কুল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষ‍া অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. এ এন এম মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
ভাইস-চ্যান্সেলর প্রফেসর আলমগীর সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
 
কুয়েটে ২০১২-১৩ শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ৯টি বিভাগে মোট ৭২৫ আসনের বিপরীতে ৭৬৭৭ জন শিক্ষার্থী আবেদন করেন। বাছাই শেষে মোট ৬৭১৭ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়। ৫৫৪৬ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

পুরকৌশল বিভাগে ১২০, ত্বড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ১২০, যন্ত্রকৌশল বিভাগে ১২০, সিএসই বিভাগে ৬০, ইসিই বিভাগে ৬০, আইইএম বিভাগে ৬০, ইউআরপি বিভাগে ৬০, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ এবং সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ৭২৫ আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি এ চার বিষয়ে কমপক্ষে ১৯ গ্রেড পয়েন্ট প্রাপ্তরা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

উল্লেখ্য, কুয়েটে চলতি শিক্ষাবর্ষ থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক কোর্স চালু হওয়ায় ৬০ জন শিক্ষার্থী বেশি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে।

আগামী ১৫ নভেম্বর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.kuet.ac.bd) এ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।