ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নোবিপ্রবির ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তির আবেদনের সময়সীমা ১ মাস বৃদ্ধি করা হয়েছে।

আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী শনিবার ১০ নভেম্বর রাত ১২টায় আবেদন করার সময় শেষ হওয়ার কথা।



শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তির আবেদনকারীর সংখ্যা বাড়ানোর জন্য ১০ নভেম্বরের পরিবর্তে আগামী ১০ ডিসেম্বর ২০১২ পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। এছাড়া পরীক্ষার অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

অ গ্রুপের ভর্তি পরীক্ষা ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১টা, ই গ্রুপের পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০১২ সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা এবং ঈ গ্রুপের পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০১২ বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর ২০১২।

এ বছর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স, ফার্মেসি, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, গণিত, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড হ্যাজার্ড স্টাডিজ, ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, কোস্টাল এগ্রিকালচার, ইংরেজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইকনোমিক্স অ্যান্ড পোভার্টি স্টাডিজ বিভাগসহ মোট ১৪টি বিষয়ে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রত্যেক বিষয়ে ৬০টি আসন ও বিবিএ ৮০টি আসন রয়েছে।

বিস্তারিত জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nstu.edu.bd) এবং ফোন : ০৩২১-৬২৮১২, ৭১৩১৪, মোবাইল : ০১৯১২৯৮৮৪৯৮, ০১৭১১-২৮৪৯১০ নম্বরে যোগাযোগ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী ও প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।