ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইস্টার্ন ইউনিভার্সিটিতে মেধাবীদের সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
ইস্টার্ন ইউনিভার্সিটিতে মেধাবীদের সম্মাননা

ঢাকা: মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে সম্মাননা সনদ ও অর্থ দিয়েছে ইস্টার্ন ইউনিভার্সিট।

বুধবার এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।



আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ।

সম্মাননাগুলো হচ্ছে, আবুল কাশেম হায়দার এডুকেশন ডেভেলপমেন্ট স্কলারশিপ, আনোয়ারা বেগম স্কলারশিপ, খলিল-আনেয়ার স্কলারশিপ, মরহুম আমিনুল ইসলাম স্কলারশিপ, খুরশিদা বেগম স্কলারশিপ ও জাহিমা খাতুন স্কলারশিপ।

২০১০ ও ২০১১ সালের জন্য ৪২ শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হয়।  

ড. আলাউদ্দিন মানবসম্পদ উন্নয়নে ইস্টার্ন ইউনিভার্সিটির ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হলেও অল্প সময়ের মধ্যেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আজকের এ শিক্ষার্থীরাই সুশিক্ষিত ও ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে এ প্রত্যাশা আমার। ”

ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান এসএম বখতিয়ার আলম, সদস্য প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাফাত আহমেদসহ বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।  

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।