ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১২

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য গবেষণা কেন্দ্র এবং সংস্কৃত বিভাগের যৌথ উদ্যোগে ‘অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্য স্মারক বক্তৃতা’ বৃহস্পতিবার আরসি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।



অনুষ্ঠানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার অধ্যাপক ড. করুণাসিন্ধু দাস ‘গৌড়ীয় বৈষ্ণব রসতত্ত্বের অগ্র-পশ্চাৎ’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. পরেশ চন্দ্র মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালন করেন দিলীপ কুমার ভট্টাচার্য গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি প্রয়াত অধ্যাপক দিলীপ কুমার ভট্টাচার্যের মতো মানবিক গুণে গুনান্বিত, জ্ঞানে সমৃদ্ধ, ন্যায়পরায়ণ, সৎ, উদার, নিঃস্বার্থ ও পরোপকারী মানুষ হওয়ার জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘন্টা, নভেম্বর ২২, ২০১২
এমএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর,[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।