ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর সি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার বাইশটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় এবার সি ইউনিটে সর্বোচ্চ ৬৮০টি আসনের বিপরীতে ৪৪ হাজার ৭২৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন।



বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন।

পরীক্ষার হল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, প্রক্টর ড. অশোক কুমার সাহা এবং সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।

সি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল অতি শিগগিরই প্রকাশ করা হবে। ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও www.jnu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক  মো. সেলিম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
এমএমএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।