ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ডিগ্রি পাস পরীক্ষা শুরু বৃহস্পতিবার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১২
ডিগ্রি পাস পরীক্ষা শুরু বৃহস্পতিবার

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১১ সালের ডিগ্রি পাস ও সাবসিডিয়ারি কোর্স পরীক্ষা বৃহস্পতিবার সারাদেশে একযোগে শুরু হচ্ছে।

সারাদেশের মোট ৬৪০টি কেন্দ্রে ১হাজার ৫২২টি কলেজের প্রায় ৪ লাখ ৭০হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।



জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।  

১ম বর্ষ ডিগ্রি পাস পরীক্ষা ০৮ ডিসেম্বর ২০১২ হতে ২৪ ডিসেম্বর পর্যন্ত এবং ২য় ও ৩য় বর্ষের ডিগ্রি পাস পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০১২ হতে ১১ ফেব্রুয়ারি ২০১৩ তারিখ পর্যন্ত চলবে।

উল্লেখ্য, প্রদত্ত সময়সূচি এবং এ পরীক্ষা সংক্রান্ত কোন সংশোধনী জারি করা হলে সঙ্গে সঙ্গেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভাইস-চ্যান্সেলর সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন বলে বিজ্ঞপ্তিতে আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫,২০১২
রিপন আনসারী/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।