ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রাথমিকে সেরা দশ বিদ্যালয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্র-ছাত্রীর নিবন্ধন, জিপিএ-৫ প্রাপ্তি, পাসের হার ও অনুপস্থিতির হারের ভিত্তিতে দেশ সেরা হয়েছে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। এখান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করার পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৫৬৩ জন।



জাতীয়ভাবে দ্বিতীয় হয়েছে ন্যাশনাল আইডিয়াল স্কুল। পাসের হার শতভাগ। এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ৮৮০ জন শিক্ষার্থী।

ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ তৃতীয় স্থান পেয়েছে। এখান থেকে অংশগ্রহণকারী ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯০ জন। পাসের হার শতভাগ।

চতুর্থ হয়েছে মাইলস্টোন প্রিপারেটরি স্কুল। এখান থেকে ৮৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৫১ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ।

পঞ্চম হয়েছে ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজ। এখানকার ৭২৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬৫ জন। সবাই পাস করেছে স্কুলটি থেকে।

ষষ্ঠ অবস্থানে রয়েছে গ্রীণ গার্ডেন ও উচ্চ বিদ্যালয়। এর ৮২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৬২৯ জন জিপিএ-৫ পেয়েছে।

সপ্তম হয়েছে কুমিল্লা মর্ডান স্কুল। এখানে ৮২৬ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬২ জন। সেরা দশের মধ্যে ঢাকার বাইরে থেকে শুধু এই স্কুলটি রয়েছে।

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল রয়েছে অষ্টম স্থান। এখান থেকে ৬২৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৫০৬ জন জিপিএ-৫ পেয়েছে।

নবম স্থানে রয়েছে গুলশানের আইডিয়াল স্কুল ও কলেজ। এখানকার ৫৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২১ জন জিপিএ-৫ পেয়েছে।

দশম স্থানে রয়েছে একে উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে ৩৬৮ জন জিপিএ-৫ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
এসএআর/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।