ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

যশোর বোর্ডে সেরা ২০-এ খুলনার ৬ স্কুল

মাহবুবুর রহমান মুন্না, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

খুলনা: জুনিয়র স্কুল সার্টিফিকেটে (জেএসসি) পরীক্ষায় যশোর বোর্ডে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে খুলনার স্কুলগুলো।

এবারের পরীক্ষায় যশোর বোর্ডে সেরা ২০-এ খুলনার ৬টি স্কুল জায়গা করে নিয়েছে।

এর মধ্যে খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল যশোর বোর্ডে দ্বিতীয়, খুলনা জিলা স্কুল তৃতীয় এবং সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় চতুর্থ স্থান ধরে রেখেছে।

তৃতীয়বার অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় খুলনার ফুলতলা উপজেলার মিলিটারি কলেজিয়েট স্কুলের ৬১ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। গতবছর ৫৯ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছিল। এর মধ্যে ৫৫ জন জিপিএ-৫, ৪ জন ‘এ’ গ্রেড পেয়েছিল।

যশোর বোর্ডে তৃতীয় হওয়া খুলনা জিলা স্কুল বোর্ডে সব থেকে বেশি জিপিএ-৫ পেয়েছে। খুলনা জিলা স্কুল থেকে এ বছর ৪শ ২২ জন ছাত্রের মধ্যে পাস করেছে ৪শ ২১ জন।

জিপিএ-৫ পেয়েছে ২শ ২২ জন, ‘এ’ পেয়েছে ১শ ৮৪ জন। গত বছর এই স্কুল থেকে ৪শ ১৮ জন ছাত্রের মধ্যে ৪শ ১৪ জন পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ১শ ৬৫ জন।

ছাত্রদের এই অভাবনীয় সাফল্যে গর্বিত জিলা স্কুলের প্রধান শিক্ষিকা মালেকা বেগম বাংলানিউজকে বলেন, “নিয়মিত পাঠদান, ছাত্রদের মেধা, অধ্যবসায়, প্রতিষ্ঠানের মেধাবী ও অভিজ্ঞ শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের ঐকান্তিক সহযোগিতার ফলে এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ”

যশোর বোর্ডের সেরা ২০ স্কুলের তালিকায় চতুর্থ স্থান লাভ করেছে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়ের ২শ ৯৯ জন ছাত্রীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১শ ৭২ জন।

১৪তম অবস্থানে থাকা খুলনার সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে ১শ ৮৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন।

১৮ তম অবস্থানে থাকা খুলনা পাবলিক কলেজের ২শ ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন।

২০তম স্থানে থাকা কলেজিয়েট গার্লস স্কুল থেকে ২শ ১৮ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন।

এদিকে, ভালো ফলাফলে আনন্দে উদ্বেলিত স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা। স্কুলে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।