ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবতেদায়ীতে সর্বনিম্নে গোপালগঞ্জ

সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২

ঢাকা: ইবতেদায়ীতে পাসের হারে সর্বনিম্নে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেলা গোপালগঞ্জ। এ জেলার পাসের হার ৬৯.৮৩ শতাংশ।

আর জেলা হিসেবে শীর্ষে রয়েছে বরগুনা জেলা। পাসের হার ৯৯.৬৭ শতাংশ।

উপজেলা ভিত্তিক ফলাফলে প্রধানমন্ত্রীর উপজেলা টুঙ্গীপাড়া ৬৬.৬৭ শতাংশ পাস করেছে। এই উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন পরীক্ষার্থী। গোপালগঞ্জ জেলার মধ্যে সবচেয় কম পাসের হার মোকসেদপুরে ৫৬.৬৭ শতাংশ।

ইবতেদায়ী পরীক্ষায় গোপালগঞ্জ জেলায় ১ হাজার ৮২৩ জন শিক্ষার্থী নিবন্ধনভুক্ত হয়। এর মধ্যে ৭২২ জন ছাত্র, ১ হাজার ১০১ জন ছাত্রী। এরমধ্যে ৪৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।

বর্তমান সময়ে আলোচিত এই জেলার শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১২
ইএস/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।