ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কক্সবাজারে জেএসসি পরীক্ষায় পাশের হার ৮০.৮৬ শতাংশ।

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১২

কক্সবাজার: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় কক্সবাজার জেলায় পাশের হার ৮০ দশমিক ৮৬ শতাংশ। কক্সবাজার জেলায় ১৩ হাজার ৪১১ জন পরীক্ষার্থী পাশ করেছে।

২৫৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

বৃহস্পতিবার সারাদেশে একযোগে প্রকাশিত ফলাফলের বিবরণীতে এ তথ্য জানা গেছে।

কক্সবাজার জেলা প্রশাসকের শিক্ষা শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, জেএসসিতে কক্সবাজার জেলার মোট ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ৪১১ জন, ফেল করেছে ৩ হাজার ১৭৫ জন।

ফলাফল বিবরণী মতে, কক্সবাজার সদর উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে মোট ৩ হাজার ৮৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে পাশ করে ৩ হাজার ৯৪ জন। ফেল করেছে ৭৫২ জন। পাশের হার ৭৯.৪৬%। জিপিএ ৫ পেয়েছে ১৫৮ জন।

চকরিয়া উপজেলার মোট ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে ৪ হাজার ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৩ হাজার ৬৯৮ জন। ফেল করেছে ৭১০ জন। চকরিয়া উপজেলার পাশের হার ৮৩.৮৯ %। জিপিএ ৫ পেয়েছে ৪৫ জন।

পেকুয়া উপজেলার মোট ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৯৬৭ জন। ফেল করেছে ২৭৫ জন। পেকুয়া উপজেলার পাশের হার ৭৭.৮৬%। জিপিএ ৫ পেয়েছে ১৫ জন।

মহেশখালী উপজেলার মোট ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে ১ হাজার ৮০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৪৯২ জন। ফেল করেছে ৩১৫ জন। মহেশখালী উপজেলার পাশের হার ৮২.৫৭%। জিপিএ ৫ পেয়েছে ১২ জন।

উখিয়া উপজেলার মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে ১ হাজার ৮৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ৫৩২ জন। ফেল করেছে ৩২৬ জন। উখিয়া উপজেলার পাশের হার ৮২.৪৫%। জিপিএ ৫ পেয়েছে ৭ জন।

রামু উপজেলার মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ হাজার ১৬৩ জন। ফেল করেছে ৩৪৪ জন। রামু উপজেলার পাশের হার ৭৭.১৭%। জিপিএ ৫ পেয়েছে ৬ জন।

টেকনাফ উপজেলার মোট ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে ১ হাজার ১০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৮৮০ জন। ফেল করেছে ২২৫ জন। টেকনাফ উপজেলার পাশের হার ৭৯.৬৪%। জিপিএ ৫ পেয়েছে ৪ জন।

কুতুবদিয়া উপজেলার মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিনে ৮১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৫৮৫ জন। ফেল করেছে ২২৮ জন। কুতুবদিয়া উপজেলার পাশের হার ৭১.৯৬%। জিপিএ ৫ পেয়েছে ৯ জন।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮,  ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।