ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউআইটিএসের উদ্যোগে দেশের তিন বিভাগে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

ইমরান আলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১২
ইউআইটিএসের উদ্যোগে দেশের তিন বিভাগে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ ইনফরমেটিকস অলিম্পিয়াড বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স (ইউআইটিএস) ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে সার্বিক সহযোগিতা করে পিএইচপি গ্রুপ।   ইউআইটিএস ইউনিভার্সিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
ঢাকা বিভাগীয় প্রতিযোগিতায় (ইউঅইটিএস) ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইনফরমেটিকস্ অলিম্পিয়াডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জাফর ইকবাল, বিশেষ অতিথি পিএইচপি গ্রুপ এবং ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান, বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগীর প্রধান ড. মোহাম্মদ কায়কোবাদ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউঅইটিএস)  উপাচার্য ড. মোহাম্মদ সামাদ, উপ-উপাচার্য  প্রফেসর ড. কে এম সাইফুল ইসলাম খান, (স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) বিভাগীয় প্রধান  ড. মোহাম্মদ আবজাল হোসেন, সহ শিক্ষক-শিক্ষিকা ও সকল প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

৩ ঘন্টাব্যাপী এ প্রতিযোগিতায় কলেজ পর্যায়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। উদ্বোধনী বক্তব্যে ড. মোহাম্মদ জাফর ইকবাল বাংলাদেশ ইনফরমেটিকস্ অলিম্পিয়াড বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার আয়োজন করায় পিএইচপি গ্রুপ এবং ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমানকে ধন্যবাদ জানান এবং আলোকিত মানুষ গড়ার লক্ষে এই ধরনের প্রতিযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ কায়কোবাদ কিছুদিন আগে আন্তর্জাতিক ইনফরমেটিকস অলিম্পিয়াডের সহযোগিতা করায় পিএইচপি গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এবারের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

পিএইচপি গ্রুপ এবং ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান তরুণদের উদ্দেশ্যে বলেন,  “তোমাদের সফলতার মাধ্যমে বাংলাদেশকে সোনার দেশ থেকে হিরার দেশে পরিণত করা সম্ভব। ”

প্রতিযোগিতা শেষে সকল অংশ গ্রহণকারীদের অংশ গ্রহণের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯,২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।