ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সাক্ষাৎ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২

ঢাবি: সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের ‘স্কুল অব সোস্যাল ওয়ার্ক’-এর পরিচালক অধ্যাপক ড. মীজানুর রহমান মিয়ার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি ইউনিভার্সিটির শিক্ষক ও ছাত্র প্রতিনিধি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার দুপুরে উপাচার্যের কার্যালয়ে তারা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।



প্রতিনিধি দলের সদস্যরা হলেন- সাউথ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. শফিকুর রহমান ও অধ্যাপক ড. রাফিদা ইদ্রিস, সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটি কার্বনডেলের শিক্ষার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন, হুয়াইটনি এ. ওয়ে ও ডায়ানা এস বালান এবং কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির শিক্ষার্থী যশোয়া জেরিয়েল ও জয় মুকেশ প্যাটেল।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এবং বাংলাদেশের শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

আরেফিন সিদ্দিক প্রতিনিধি দলের সদস্যদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন, বাংলাদেশের শিক্ষা পদ্ধতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সংক্ষেপে জানান।

এছাড়া, তিনি প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।

উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং শিক্ষা কার্যক্রম সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশের জন্য প্রতিনিধি দলের সদস্যদের ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দলটি ‘স্টাডি অ্যাব্রোড প্রোগ্রাম’-এর আওতায় বর্তমানে বাংলাদেশ সফর করছে। এ কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সাউদার্ন ইলিনয় ইউনিভার্সিটির পিএচডি গবেষক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১২
এমএইচ/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।