ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৩
সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব উদযাপিত

ঢাকা: ২০১৩ সালের ১ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে একযোগে বিনামূলে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপিত হয়েছে। বাংলানিউজের জেলা ও উপজেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বাগেরহাট: ঐতিহ্যবাহী বাগেরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠার ১৩৪ বছর হওয়ায় ও পাঠ্যপুস্তক উৎসব উপলক্ষে সকালে শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান এ র‌্যালির সভাপতিত্ব করেন।

বরিশাল: দুপুর ১২টায় নগরীর সিস্টারডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য তালুকদার মো. ইউনুস এমপি।
 
দুপুর সাড়ে ১২টা  জেলা প্রশাসক শহীদুল আলম বরিশাল জিলা স্কুলে উপস্থিত হয়ে বই বিতরণ কার্যাক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বরিশালে নতুন বছরের প্রথম দিনে নতুন পাঠ্য বই হাতে পেয়েছে জেলার প্রায় ৫ লাখ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

জামালপুর: জামালপুরে ১ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সকালে জেলার বানিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) কবির আল আসাদ।

রংপুর: সারাদেশের মতো মঙ্গলবার রংপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল ও মাদ্রাসায়ও বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মহানগরীর দক্ষিণ মূলাটল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা বিভাগের উপ পরিচালক মহিউদ্দিন আহম্মেদ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন।

অপর দিকে জেলা প্রশাসক ফরিদ আহম্মেদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

বদরগঞ্জ (রংপুর): সকালে বদরগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ।

গাইবান্ধা: বছরের প্রথম দিন ছাত্রছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে গাইবান্ধায় উদযাপিত হয়েছে বই উৎসব। জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হকের সভাপতিত্বে স্থানীয় সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষর্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
 
সকাল থেকে দুপুর পর্যন্ত কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেক্টরেট কলেজিয়েট স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় ও কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. জাফর আলী।

মেহেরপুর: মেহেরপুরে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ শুরু হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। জেলা প্রশাসক দেলওয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।
 
নওগাঁ: বেলা ১১টার দিকে শহরের জিলা স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. এনামূল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম।

সাতক্ষীরা: উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা জেলায় ৩৬ লাখ পিস বই বিতরণ করা হয়েছে।

বেলা ১১টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয়ে সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

নড়াইল: নড়াইলে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা সুলতানা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জহুরুল হক।

নাটোর: নাটোরে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের মধ্য দিয়ে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।

শিক্ষার্থীরা খালি হাতে স্কুলে  এসে রঙ্গিন বই হাতে নিয়ে বাড়ি ফিরে গেল।

সকালে জেলা প্রশাসক জাফর উল্লাহ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করেন।

রাঙামাটি: বিকেলে বনরূপার কামিলাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম রিয়াজুল ইসলাম ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রতি মোহন তঞ্চঙ্গ্যা।

বিয়ানীবাজার (সিলেট): ‘পাঠ্যপুস্তক উৎসব’ উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা পরিষদ মিলনায়তন পরিণত হয়েছিল আনন্দ-উল্লাস আর শিক্ষার্থী-অভিভাবকদের মিলন মেলায়।

সকাল সাড়ে ১০টায় পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী।

উৎসবে উপজেলার বেশক’টি স্কুলের মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পাঠ্যপুস্তক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান রুমা চক্রবর্তী।

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাসহ সব শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে।

সকালে পূর্ব বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উদ্বোধন করেন সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

খালি হাতে বিদ্যালয়ে গিয়ে নতুন বই নিয়ে বাড়ি ফিরছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।

উপজেলার আল-আজহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিনামূল্যে বই বিতরণ উৎবের উদ্বোধন করা হয়।

নান্দাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথি ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিনামূল্যে সরকারী পাঠ্যপুস্তক  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালেই চরনিখলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক  বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তারের সভাপতিত্বে পুস্তক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ সুফিয়া, পৌর মেয়র হাবিবুর রহমান, ইউআরসি কর্মকর্তা আসাদুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান প্রমুখ।

মোড়েলগঞ্জ (বাগেরহাট): সারাদেশের ন্যায় মোড়েলগঞ্জেও পালিত হয়েছে ‘পাঠ্যপুস্তক উৎসব’। এ উপলক্ষে প্রায় সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের মত উপজেলার ঐতিহ্যবাহী এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয়েও সৃষ্টি হয়েছিল উৎসবমুখর পরিবেশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অঞ্চলের শিক্ষাগুরু ও এই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার আকবর আলী হাওলাদার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৩৩ হাজার ৪৮০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।

দুপুরে সাটুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, ইউএনও শাহিন আখতার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল আলম জুয়েল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর- [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।