ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে মানববন্ধন: ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩

ঢাবি: সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং নির্যাতক ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সচেতন শিক্ষার্থী’ ব্যানারে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “দেশে দিন দিন ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। কিন্তু ধর্ষকদের সঠিক বিচার করা হচ্ছে না। ধর্ষকরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ”

শিক্ষার্থীরা আরও বলেন, “ধর্ষকরা দৃষ্টান্তমূলক শাস্তি পেলে এসব ঘটনা ঘটতো না। ”

পশুতুল্য ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তিসহ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, “দেশে ধর্ষণ মামলার আইন থাকলেও তার কোনো প্রয়োগ নেই। ধর্ষণ মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে ছয় মাসের মধ্যে হওয়ার কথা থাকলেও ছয় বছরেও মামলার বিচার কাজ শেষ হয় না। ”

ধর্ষণ মামলার দীর্ঘসূত্রিতা ও নানা রকম হয়রানির ফলে অনেকেই মামলা করতে অনুৎসাহিত হন। দোষীদের কঠোর শাস্তি না হওয়ার ফলে ধর্ষকরা এ কাজ করতে আরও উৎসাহিত হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

নারী নির্যাতন নিয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা। তারা বলেন, “প্রতিদিন পত্রিকার পাতা খুললেই ধর্ষণের ঘটনা চোখে পড়ে। কিন্তু সেটা এক কলাম বা দুই কলামে আসে, তাও আবার ভেতরের পাতায়। ”

নারী নির্যাতনের বিরুদ্ধে গণমাধ্যমের আরও জোরালো ভূমিকা পালন করার দাবি জানান শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩
এমএইচ/সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, [email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।