ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

তিন দফা দাবিতে জাবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থীদের মিছিল

জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩

জাবি: শিগগিরই নতুন কলা ভবনে ক্লাসরুম, সেমিনার লাইব্রেরি ও ল্যাবরেটরির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি ) জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে তারা উপাচার্য ও ডিন বরাবর স্মারকলিপি দেয়।

তাদের তিনটি দাবি হচ্ছে, নতুন কলা ভবনের নির্মাণাধীন তৃতীয় তলায় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জন্য বরাদ্দ দেওয়া, দ্রুত সেমিনার লাইব্রেরি ও ল্যাবরেটরি নির্মাণের মাধ্যমে বিভাগটিকে পূর্ণাঙ্গ করা, বিভাগের ইংরেজি নামের সঙ্গে সংগতিপূর্ণ বাংলা নামকরণ করা।

এ বিষয়ে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহম্মাদ কামরুল আহছান বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জ্যেষ্ঠ বিভাগগুলোকে আগে নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনে বরাদ্দ দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৩
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।