ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

ওয়ালিউল্লাহ, জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
জাবি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চ আয়োজিত ১ম আন্তঃজাহাঙ্গীরনগর বিতর্ক প্রতিযোগিতা ২০১৩-তে চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগের বিতর্ক সংগঠন ‘ডিবেটিং সোসাইটি অব ইকোনোমিক্স’। রানারআপ হয়েছে মীর মশাররফ হোসেন হল ডিবেটিং সোসাইটি।



তিনদিনব্যাপী এ প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘সুশাসন প্রতিষ্ঠায়, যুক্তি হোক হাতিয়ার’। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২৪টি ক্লাব অংশ নেয়।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আমির হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক এম সলিমউল্লাহ খান, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, সহকারী অধ্যাপক নুরুল হুদা সাকিব, জুডোর সভাপতি নূর-ই-আলম, সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের সাধারণ সম্পাদক রিয়াজ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি বশির আহমেদ।

বদিউল আলম মজুমদার বলেন, সুশাসন প্রতিষ্ঠায় যুক্তি অপরিহার্য। আজকের বিতর্ক প্রতিযোগিতায় যে যুক্তিগুলো ছিল সেগুলো রাজনীতিবিদরা শুনলে তারা লাভবান হতেন।

দু’দলের সংলাপের বিষয়ে তিনি বলেন, তারা আলোচনা করে যদি ঐক্যমতে পৌঁছুতে পারেন তবে সেখান থেকে একটি জাতীয় সনদ প্রণয়ন করতে পারেন। যা তারা মেনে চলবেন। এভাবে একটি সমাধান আসতে পারেন।

আমির হোসেন বলেন, বর্তমানে দেশে চরম প্রতিকূল অবস্থা বিরাজ করছে। এ অবস্থা মোকাবিলা করতে তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরাই পারে যে কোনো অন্যায়কে প্রতিরোধ করতে।

সুশাসনের পাশাপাশি তরুণদের সুনাগরিক ও সচেতন নাগরিক হয়ে ওঠার পরামর্শ দেন তিনি।

এম সলিমুল্লাহ তার্কিকদের বলেন, তোমরা এগিয়ে যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকেই সুশাসনের জন্য কাজ শুরু করতে পারো।

আব্দুল লতিফ মাসুম বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদের মুক্তচিন্তা নিয়ে কাজ করতে হবে।

নুরুল হুদা সাকিব বলেন, আমরা যে ক্রান্তিকাল পার করছি আশাকরি তরুণরা আমাদের এগিয়ে নিয়ে যাবেন।

ফিরোজ-উল-হাসান বলেন, যুক্তি দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা যায়। বিতার্কিকরা যুক্তি দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তাদের মাধ্যমেই বাংলাদেশ একদিন দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে।

প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান সভাপতি বশির আহমেদ।

অনুষ্ঠানে ইয়েজ গ্রুপের পক্ষ থেকে বক্তব্য দেন প্রথম টিম লিডার সহিদুল ইসলাম তানজিল ও অবন্তি বিনতে হুসাইন, জুডোর পক্ষ থেকে বক্তব্য দেন নূর-ই-আলম। সবশেষে সবাইকে শুভেচ্ছা জানান সরকার ও রাজনীতি বিতর্ক মঞ্চের প্রতিষ্ঠাতা মুকসিমুল আহসান অপু।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে অর্থনীতি বিভাগের বিতর্ক সংগঠন ‘ডিবেটিং সোসাইটি অব ইকোনোমিক্স’। এ দলের বিতার্কিকরা হলেন সাব্বির আহমেদ, ইসরাত শারমিন স্বর্ণা ও মুশফিক মীম। রানারআপ হয়েছেন মীর মশাররফ হোসেন হল ডিবেটিং সোসাইটি। এই দলের বির্তার্কিকরা হলেন সুভ্র মজুমদার, রিয়াজুল ইসলাম দিপু ও মাসাহেদ হাসান সীমান্ত। প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন ইসরাত শারমিন স্বর্ণা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংগঠন ইয়েস গ্রুপ জাবি শাখার সহযোগিতায় ই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের শীর্ষ অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম। আর্র সহযোগিতা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশন।

বাংলাদেশ সময়: ০২৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।