ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে মোকাররম হোসেন খোন্দকার স্মারক বক্তৃতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
ঢাবিতে মোকাররম হোসেন খোন্দকার স্মারক বক্তৃতা

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও খ্যাতিমান বিজ্ঞানী-গবেষক মোকাররম হোসেন খোন্দকার স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খোন্দকার বিজ্ঞান ভবন মিলনায়তনে এ আয়োজন হয়।



অনুষ্ঠানে স্মারক বক্তৃতা  করেন- জাপানের ইউকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাশাউশি ওতানাবি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ড. মোকাররম হোসেন খোন্দকার ছিলেন সৎ-উদার-দেশপ্রেমিক-আদর্শ শিক্ষক ও গবেষক। বিজ্ঞান শিক্ষা ও গবেষণা এবং মানবতার কল্যাণে তিনি সার্বক্ষণিক কাজ করে গেছেন। একজন কৃতি শিক্ষক ও গবেষক হিসেবে তিনি দেশবিদেশে অনন্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

উপাচার্য বলেন, তাঁর বর্ণাঢ্য জীবন ও কর্ম বাংলাদেশের গবেষকদের জন্য চিরদিন অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য, প্রতি বছরই এ স্মারক বক্তৃতাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ ও আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।