ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আতঙ্কে রাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছে

জনাব আলী, রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩

রাবি: যুদ্ধাপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর থেকে প্রতিনিয়ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে শিবির নেতাকর্মীরা দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে।

এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ আবাসিক হল ও আশেপাশের ছাত্রাবাস ছেড়ে চলে যাচ্ছে।

অনেকটাই শিক্ষার্থী শূণ্য হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি।

জানা গেছে, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী  অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, কাজলা, তলাইমারীসহ রাজশাহীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হচ্ছে।
গত চার দিনে বিনোদপুর, কাজলা, তালাইমারী এলাকায় বিশ্ববিদ্যালয় শাখার শিবির কর্মীদের সঙ্গে পুলিশের ১৪ বারের বেশী সংঘর্ষ ঘটেছে।
 
বিনোদপুর ছাত্রবাসের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহিম  বলেন, এই এলাকা শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত। এজন্য পুলিশ মাঝে মধ্যে ছাত্রাবাসে অভিযান চালায়। সংঘর্ষে লিপ্ত হয় শিবির। আতঙ্কে এই এলাকায় বিভিন্ন ছাত্রাবাসের অধিকাংশ শিক্ষার্থী ছাত্রবাস ছেড়ে চলে গেছেন।
 
বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমাদের তৃতীয় বর্ষেরচূ পরীক্ষা শুরু হলেও হরতালের কারণে তা বন্ধ হয়ে গেছে। সেশনজট থেকে মুক্তি পেতে অবরোধের মধ্যে বিভাগ আমাদের পরীক্ষা নিতে চাইলেও পরে রাজশাহীর অবস্থা খারাপ হওয়ায় আমাদের পরীক্ষা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমরা এখন বাসায় যাওয়াটাই নিরাপদ মনে করছি।
 
বিশ্ববিদ্যালয়ের মাদার বকস হলের আবাসিক শিক্ষার্থী আবু সুফিয়ান জানান, এ হল থেকে অনেক শিক্ষার্থী হল ত্যাগ করেছে। হল ত্যাগ করতে ছাত্রদের তুলনায় ছাত্রীদেরই বেশি দেখা গেছে।

মন্নুজান হলের আবাসিক শিক্ষার্থী সাকিরা জাহান জানায়,তার বাসার লোকজন এখন ক্যাম্পাসে থানা নিরাপদ মনে করছেন না এজন্য বাসায় যেতে বলেছেন। এছাড়াও এক ধরনের ভয় তার মধ্যে কাজ করছে এজন্য ক্যাম্পাস ছাড়েছেন বলে জানান সাকিরা।

বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের অনুষ্ঠিতব্য পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।
 
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সারওয়ার জাহান বলেন, সারাদেশে একটা অস্থিরতা বিরাজ করছে এ অবস্থায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করা অস্বাভাবিক কিছু নয়। আসলে দেশের এ অবস্থায় কারো জীবনই এখন নিরাপদ নয়।

প্রত্যেকের জীবনের দায়িত্ব প্রত্যেককেই নিতে হবে। যেহেতু বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এজন্য শিক্ষার্থীরা বাসায় চলে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে সারওয়ার জাহান বলেন, এখনও এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘন্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার আউটপুট এডিটর, কো-অর্ডিনেশন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।