ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

মাগুরায় সবার জন্য শিক্ষা বিষয়ক সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
মাগুরায় সবার জন্য শিক্ষা বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: সবার জন্য শিক্ষার নিশ্চয়তা চাই, চাই শিশুদের স্কুলে ভর্তি ও শিক্ষা সমাপনে সকলের অংশগ্রহণ- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।



রোভা ফাউন্ডেশন ও গণস্বাক্ষরতা অভিযানের আয়োজনে এবং ইউরোপিয় ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সরকারি হোসেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ এলিয়াচ হোসেন।

এসময় বক্তব্য রাখেন-অধ্যক্ষ (অব.) হাবিবুল হাসান, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, প্রভাষক নাসিমা শিলা প্রমুখ। সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ৩০ জন রিকশা চালকও ছিলেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ধারণাপত্র পাঠ করেন রোভা কর্মকর্তা তাপসি চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।