ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পাকিস্তানের নিন্দা প্রস্তাবের প্রতিবাদে জাবিতে মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
পাকিস্তানের নিন্দা প্রস্তাবের প্রতিবাদে জাবিতে মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: কাদের মোল্লার ফাঁসি কেন্দ্র করে পাকিস্তানের জাতীয় পরিষদে উত্থাপন করা নিন্দা প্রস্তাবের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

বুধবার দুপুরে মিছিলটি সমাজবিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার আহ্বায়ক মৈত্রী বর্মণ ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক দীপাঞ্জন কাজল।

সমাবেশে বক্তারা পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খান কাদের মোল্লাকে নির্দোষ ও বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে ভুল বলে যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করার দাবি জানান।
এসময় বক্তারা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানকেও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।
একই সঙ্গে নেতারা জামায়াত-শিবিরসহ তাদের সব সামাজিক-ব্যবসায়িক প্রতিষ্ঠান নিষিদ্ধ করারও দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩
সম্পাদনা: মিলিতা বাড়ৈ ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।