ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি শিক্ষক সমাজের মানববন্ধন

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
রাবি শিক্ষক সমাজের মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: কাদের মোল্লার ফাঁসির রায়ের বিষয়ে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রগতিশীল শিক্ষক সমাজ।

বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে বৃহস্পতিবার এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।



ঘণ্টাব্যাপী এ মানবন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক প্রফেসর আনন্দ কুমার সাহা, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, সমাজকর্ম বিভাগের প্রফেসর মো. জালাল উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর সেলিনা পারভীন, রসায়ন বিভাগের প্রফেসর মো. নজরুল ইসলাম, পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর আজিজুল ইসলাম ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মলয় ভৌমিক প্রমুখ।

এসময় বক্তারা কাদের মোল্লার ফাঁসির পর পাকিস্তানের মৌলবাদী রাজনৈতিক দল পাকিস্তান জামায়াতে ইসলামী কর্তৃক পাকিস্তান সরকারকে বাংলাদেশ আক্রমণ করার আহ্বান, পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব, পাকিস্তানের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ইমরান খান কর্তৃক কাদের মোল্লার বিচার সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া ব্যক্ত করাসহ অতি দ্রুত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জোর দাবি জানান বক্তারা।

সমাজকর্ম বিভাগের প্রফেসর মো. সাদেকুল আরেফিন সমাবেশটি পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।