ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি উপাচার্যের যোগদান

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
জাবি উপাচার্যের যোগদান অধ্যাপক মো. আনোয়ার হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দীর্ঘ এক মাস ছুটি শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন অসুস্থতাজনিত কারণে গত ২০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ছুটি শেষে ২১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের বাসভবনে অবৈধভাবে তালা মেরে রাখার কারণে উপাচার্য বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি যে বাসায় বসবাস করছেন সে বাসায় থেকে উপাচার্যের বাসভবন এবং উপাচার্য অফিস হিসেবে বিবেচিত হবে।

এদিকে রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের যোগদানের বিষয়ে রেজিস্ট্রারের জারি করা বিজ্ঞপ্তি ডাস্টবিনে নিক্ষেপ করেন শিক্ষকদের একাংশ।

উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে তারা ‘শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ঐক্য ফোরাম’ ব্যানারে আন্দোলন করছেন।

এরআগে তারা কিছু সিদ্ধান্তের কথা জানান। সিদ্ধান্তগুলো হল- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়ে উপাচার্য সিদ্ধান্ত নিতে পারবেন না, সইয়ের জন্য ক্যাম্পাসের কোনো ফাইল উপাচার্যের কাছে পাঠানো যাবে না, উপাচার্যের সেবার জন্য ক্যাম্পাসের কোনো যানবাহন ও কর্মচারী পাঠানো যাবে না।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৩
সম্পাদনা: সুকুমার সরকার, আউটপুট এডটির কো-র্অডনিশেন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।