ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এবারও বছরের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা

ইসমাইল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
এবারও বছরের শুরুতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনের আগে নতুন বছরের শুরুতে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালনের মাধ্যমে ৩ কোটি ৭০ লাখ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৩০ কোটি বই বিতরণ করা হবে বলে জানিয়েছে সরকার। গত বছরের তুলনায় যা সাড়ে তিন লাখেরও বেশি।



ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংখ্যক বই পাঠানো হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি)।

সর্বদলীয় সরকারের শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রতি বছর ১ জানুয়ারি বই বিতরণ করা হলেও এবার নতুন বছরের প্রথম কর্মদিবসে শিক্ষার্থীরা হাতে বই পাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার প্রাথমিক, ইবতেদায়ী, মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ৬৭২ জন শিক্ষার্থীর মাঝে ২৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৯৩৮টি বই বিতরণ করা হবে।
 
মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছর ১ জানুয়ারি উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ করা হলেও এবার বছরের শুরুর দিনেই সরকারি ছুটি থাকায় তা একদিন পিছিয়ে যাচ্ছে।

৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেই ২ জানুয়ারি বৃহস্পতিবার এই পাঠ্যপুস্তক উৎসব দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিনামূল্যের নতুন বইয়ের গন্ধে ও বই নিতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয়গুলো।

তবে, এবার কেন্দ্রীয়ভাবে রোববার পর্যন্ত উৎসবের স্থান চূড়ান্ত হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী।

বিরোধী দলের হরতাল-অবরোধের কারণে এবার বই পাঠানোয় ব্যাঘাত ঘটে। শিক্ষা মন্ত্রণালয় যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে বই বিতরণের কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়ায় ইতোমধ্যে প্রত্যেক জেলায় তা পৌঁছে গেছে বলে জানিয়েছে এনসিটিবি।

এনসিটিবি’র চেয়ারম্যান শফিকুর রহমান রোববার বাংলানিউজকে বলেন, প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে গেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, গত চার বছরে বিনামূল্যে ৯২ কোটি বই বিতরণ করা হয়েছে।

২০০৯ সালে ৬ কোটি ৪৭ লাখ ৪ হাজার ৭৬১, ২০১০ সালে ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১, ২০১১ সালে ২৩ কোটি ২২ লাখ ২১ হাজার ২৩৪টি বই বিতরণ করা হয়।

২০১৩ সালে ৩ কোটি ৬৮ লাখ ৮৬ হাজার ১৭২ জনের মাঝে ২৬ কোটি ১৮ লাখ ৯ হাজার ১০৬টি বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।