ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবি জাতীয়তাবাদী ফোরামের বিক্ষোভ মিছিল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
জাবি জাতীয়তাবাদী ফোরামের বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: নির্বাচনের তফসিল বাতিল, নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনার পাদদেশে এসে শেষ হয়।



পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এর আগে প্রান্তিক গেট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানববন্ধন করেন তারা।

সমাবেশে অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, দেশে আজ গণতন্ত্রের নামে জাতীয়তাবাদী আদর্শের নেতা-কর্মীদের পাখির মততো গুলি করে হত্যা করা হচ্ছে।

ফোরামের আহ্বায়ক এবং কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, দেশে এখন গণতন্ত্র নেই, গণতন্ত্র ‘হাসিনাতন্ত্রে’ পরিণত হয়েছে।

বক্তারা মঙ্গলবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান।

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামছুল আলম, সদস্য সচিব ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরিফ উদ্দিন, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক কামরুল আহসান, অফিসার সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজমল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: তমাল আবদুল কাইয়ূম ও আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।