ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইবিতে ২৫ ডিসেম্বর থেকে শীতকালিন ছুটি শুরু

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
ইবিতে ২৫ ডিসেম্বর থেকে শীতকালিন ছুটি শুরু

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শীতকালিন ছুটি ২৫ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হচ্ছে। শিক্ষার্থীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক প্রেস বার্তার মাধ্যমে এ তথ্য জানান হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যীশুখ্রিস্টের জন্মদিন, শীতকালীন ছুটি ও আখেরি চাহা সোম্বা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাস ২৫ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া প্রেস বার্তায় একই সঙ্গে বলা হয়, হল কর্তৃপক্ষ ছুটিকালীন সময়ে আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ পরিপ্রেক্ষিতে ২৫ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ছুটি শেষে আগামী ৭ জানুয়ারি সকাল ১০টায় আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং ৮ জানুয়ারি হতে যথারীতি অফিস ও ক্লাস চলবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
 
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রভোষ্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, এবছর দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিতে হলগুলো বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ইচ্ছা করলে দেশের পরিস্থিতি বিবেচনা করে এ ছুটি বৃদ্ধি করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনাধ শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।